Dr. Abu Nur Rashed Ahmed

ড. আবু নূর রাশেদ আহম্মেদ ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এ কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (WCO) এর স্কলারশিপের আওতায় জাপানের ন্যাশনাল গ্রাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (GRIPS) থেকে পাবলিক ফাইন্যান্স বিষয়ে ২০১০ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি উক্ত স্নাতকোত্তর কোর্সে ৫০ টির ও অধিক দেশের অংশগ্রহণকারীদের মধ্য থেকে “সার্টিফিকেট অব মেরিট” পদকপ্রাপ্ত হন। এছাড়া, তিনি একই প্রতিষ্ঠান থেকে ২০১৪ সালে পিএইচডি ইন পাবলিক ইকনোমিকস ডিগ্রী অর্জন করেন। তিনি Teaching Assistant এবং Research Assistant হিসেবে দায়িত্ব পালন করেন। 

বিসিএস ২২ ব্যাচের মাধ্যমে তিনি ২০০৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস শুল্ক ও আবগারি ক্যাডারে যোগদান করেন এবং মাঠ পর্যায়ে সরকারি রাজস্ব আহরণের বিভিন্ন স্তরের কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। তিনি চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা, কাস্টম হাউস, চট্টগ্রাম, বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী, কাস্টম হাউস, পানগাঁও, ঢাকাসহ বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে আয়োজিত বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য জাপান, আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ভারত সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন।