Events


Debate Competition for VAT Online, 2nd Round
Events Duration : 28/03/2017 to 10/04/2017
Events Time Interval :

জাতীয় রাজস্ব বোর্ড ও ভ্যাট অনলাইন প্রকল্প কর্তৃক আয়োজিত “ভ্যাট অনলাইনঃ সম্ভাবনার নতুন দিগন্ত” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার ঢাকা অঞ্চলের দ্বিতীয় রাউন্ড আজ ২৮.০৩.২০১৭ খ্রিস্টাব্দ তারিখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম), ঢাকার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জনাব মারগূব আহমেদ, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, ঢাকা-১।
 
বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন ড. পৃথিলা নাজনীন নিলীমা অধ্যাপক, বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সেরা বিতার্কিক, বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা,  ড. মোঃ সহিদুল ইসলাম, কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম), ঢাকা এবং জনাব মোঃ আমিন হেলালী, পরিচালক, এফবিসিসিআই, ঢাকা। বিতর্ক অনুষ্ঠানটি উপ-কমিশনার মিজ নির্ঝর আহমেদের উপস্থাপনায় শুরু হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে বক্তব্য রাখেন টিম-১০ (কাস্টম হাউস, ঢাকা, কাস্টম হাউস, আইসিডি, কমলাপুর ও কাস্টম হাউস, পানগাঁও)। বিপক্ষে বক্তব্য রাখেন টিম-০৯ (বৃহৎ করদাতা ইউনিট (মূসক), ঢাকা এবং মূসক নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা)। বিতর্কে পক্ষ দল জয়লাভ করে এবং শ্রেষ্ঠ বক্তা নির্ধারিত হন পক্ষ দলের দলনেতা মিজ প্রিয়াঙ্কা দাস শিপু, সহকারী কমিশনার।